Wednesday, September 9, 2015

PUJA MOOD (পূজার মেজাজ)


PUJA MOOD (পূজার মেজাজ)। এই শিরোনামে ৪২ জন শিল্পীর (১২৬ এর উপর ছবির সংখ্যা। ৬টি অবিকল বাস্তবের ভাস্কর্য। ) ছবি ও ভাস্কর্য শারদীয়া উৎসবের প্রাক্কালে, বিদেশী ভ্রমন পিপাসু ও প্রবাসী বাঙ্গলার মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য রেইনবো আর্টিস্ট এন্ড রাইটারস্‌ ফাউন্ডেশন (র ফাউন্ডেশন) একটি বিশেষ উদ্যোগ নিয়েছিল। তারই ফলস্বরুপ কালকের একঝাক তারকার সামনে ঘর ভর্তি শিল্পী লেখক ও অন্যান্য বিশিষ্ট সাংস্কৃতিক মানুষের সামনে শিল্পমেলা ও প্রদর্শনী শুরু হয়েছিল। ছবিগুলি তার আলোকচিত্র-নথি।
শুভ সূচনাতে ছিলেন বিশিষ্ট শিল্প-সমালোচক মৃণাল ঘোষ (এবিপি) কবি-লেখক সুবোধ সরকার, সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র,সাহিত্যিক পৃথ্বীরাজ সেন ( তিনি র ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট) শিল্পীদের মধ্যে পার্থপ্রতিম দেব, জহর দাশগুপ্ত ( তিনি র ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট) ও সুদীপ ব্যানার্জী সহ অনেক বিশেষ্ট ব্যক্তিগন। ছিলেন অনেক বিশিষ্টজনের মধ্যে উল্লেখ্য কবির সুমন (সমকালীন বিখ্যাত গায়ক) অংশগ্রহনকারী নবীন ও প্রবীন শিল্পী, কবি,ভাস্কর এবং সমাজের বিশিষ্ট মানুষেরা। গ্যালারীতে লোকের ঢল নেমে ছিল।
গতকাল বিড়লা আকাদেমিতে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আপনারা ছিলেন বলে আমি আছি। প্রদর্শনী ও আর্ট ফেয়ার ১৩ তারিখ অব্দি চলবে। স্বল্প মূল্যে ছবি কিনুন, শিল্পীদের সহযোগিতা করুন।
রেইনবো আর্টিস্ট এন্ড রাইটারস্‌ ফাউন্ডেশন (র ফাউন্ডেশন)আয়োজিত ১৮তম ‘মেলা’ ও ‘প্রদর্শনী’
সময়: ৮ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫, প্রতিদিন খোলা থাকবে ৩টে থেকে রাত ৮টা
স্থানঃ বিড়লা অ্যাকাডেমি অব আর্ট এন্ড কালচার Birla Academy of Art and Culture।১০৮, Southern Ave, Lake কালীবাড়ি, Kolkata, West Bengal 700029
Contact mail – albertashok@yahoo.com . phone: 9330858536,























































No comments: