Thursday, April 13, 2017

'Zebra Crossing of Mind'

Rainbow Artists and Writers Foundation, Kolkata, presented

  'Zebra Crossing of Mind'


An annual art exhibition showcasing works by 24 emerging and established painters along with ceremonial felicitation of legendary painter, Dhiraj Choudhury.


Honourable Dean of the Faculty of Visual Arts at R.B.U, Prof. Aditya Prasad Mitra has inaugurated the exhibition on Tuesday, April 11, 2017 at 6.30 pm in the presence of eminent personalities
 Tarak Garai,  Jahar Dasgupta, Prashanta Daw, Badal Paul and other guests.

Venue: Birla Academy of Art and Culture. 108 Southern Avenue, Kolkata 29. 2nd Floor. Artworks on display till April 16, 2017, except April 15 - Bengali New Year 1424.



Guest painters:1.Debabrata Chakraborti, 2.Jahar Dasgupta, 3.Chandana Khan, 4.Jackie  Lima, 5. Swapan Kumar Saha,  6.Tapan Pathok,  7.Shukla Bhattacharjee, 8. Albert ashok
Participants: 1. Susmita Barat , 2. Arpita Mondal, 3. Anupama Dey, 4.Moupia Chakraborty, 5. Swastika Koner, 6.Smita Goswami, 7.Richa Agarwal Dalmia, 8,Prakriti Poddar, 9.Purnima Deb, 10.Soumitra Dutta, 11. Syed Azhar, 12. Arpita Dasgupta, 13. Dalia Bandyopadhyay, 14. Tanumoy Ghosh,15. Abhijit Roy Choudhury 16.Dorothy Dutta
Contact: Albert Ashok, Secretary, 9330858536




রেইনবো আর্টিষ্ট এন্ড রাইটারস্‌ ফাউন্ডেশন এর ২৩ তম প্রদর্শনী, ‘জেব্রা ক্রশিং অব মাইন্ড’, ১১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হল। এই বছর থেকে আমরা শিল্প সাহিত্যে যারা অবদান রেখেছেন, তেমন প্রবীনদের আমরা সম্মান জানাবো স্থির করেছিলাম। সেইমত আমাদের ২য় সম্মান জানানোর অনুষ্ঠান ছিল ১১ এপ্রিল। স্থানঃ বিড়লা আকাডেমি অব আর্ট অ্যান্ড কালচার, ১০৮ সাউদার্ণ এভিন্যু, কলকাতা। কলাসমালোচক প্রশান্ত দাঁ ধীরাজ চৌধুরী সম্পর্কে কিছু বললেন তার তরুণ বয়সের পড়াশুনা থেকে দীর্ঘ জীবনের একটা রুপ রেখা। প্রশান্ত দাঁ ধীরাজ চৌধুরীর জীবনীকার, উনার উপর তার লেখা একটি প্রামান্য গ্রন্থ আছে।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনন্য ভাস্কর ও শিল্পী তারক গরাই, প্রাক্তন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রেসিডেন্ট, বর্তমানে বিড়লা আর্ট কলেজের ( স্বরসঙ্গম) অধ্যক্ষ ও রেইনবো আর্টিস্টস্‌ অ্যান্ড রাইটারস্‌ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জহর দাশগুপ্ত, রবীন্দ্রভারতীর ভিস্যুয়াল আর্টের ডিন- আদিত্যপ্রসাদ মিত্র, প্রবীন শিল্পী বাদল পাল, কলাসমালোচক - প্রশান্ত দাঁ, আর অগণিত সাংস্কৃতিক জগতের মানুষ- লেখক সাংবাদিক,চিত্রকার ও ভাস্কর এবং সাধারণ মানুষ।
উপস্থিত ছিলেন প্রদর্শনীতে  অংশগ্রহনকারী শিল্পীরা।
রেইনবো আর্টিষ্ট এন্ড রাইটারস্ফাউন্ডেশন এর ২৩তম শিল্প ভাস্কর্য প্রদর্শনীতে  এবার যারা আছেনঃ
অতিথি শিল্পীঃ ১।দেবব্রত চক্রবর্তী, জহর দাশগুপ্ত, চন্দনা খান, জ্যাকি লিমা (আমেরিকা), স্বপনকুমার সাহা, তপন পাঠক, শুক্লা ভট্টাচার্য, অ্যালবার্ট অশোক
অংশগ্রহণকারী শিল্পীঃ ১ সৈয়দ আজাহার, সৌমিত্র দত্ত (আসাম), স্মিতা গোস্বামী( মুম্বাই), অনুপমা দে, স্বস্তিকা কোনার, অর্পিতা দাশগুপ্ত, মৌপিয়া চক্রবর্তী, রিচা আগরওয়াল ডালমিয়া, প্রকৃতি পোদ্দার, ১০ পূর্ণিমা দেব, ১১ ডালিয়া বন্দ্যোপাধ্যায়, ১২ তনুময় ঘোষ, ১৩ ডরোথি দত্ত দত্ত, ১৪ সুস্মিতা বরাট কর্মকার,  ১৫ অর্পিতা মন্ডল, ও ১৬। অভিজিৎ রায়চৌধুরী (ফারাক্কা)
‘রেইনবো আর্টিষ্টস্‌ অ্যান্ড রাইটারস্‌ ফাউন্ডেশন’, ২০০২ সালে শুরু হয়েছিল একটি সাংস্কৃতিক গোষ্ঠি হিসাবে, ছোট পত্রিকার মত, এর আর্থিক উৎস কিছুই নেই। যেমন ছোট পত্রিকাগুলি কিছু সাহিত্যিক নিয়ে একটা শুভ ভাবনাকে রুপ দিতে এগিয়ে যায় প্রতিষ্ঠাতার পকেটের টাকায়, তেমনি এই সংগঠনের জন্য। আমরা কারুর কাছে  আজ অবদি কোন দান চাইতে যাইনি। একটা শুভ ভাবনা লালন করে চলেছি। আমরা শুরু থেকে ২টি মূল ভাবনায় কাজ করি।
১। নবীন শিল্পী সাহিত্যিকগণের  যদি কেউ মনে করেন তিনি কিছু সৃষ্টি করতে পেরেছেন, বা তার কাজে কিছু সম্ভাব্য সামাজিক সম্পদ  তার মেধায় উৎপাদিত হয়েছে, অথচ তার প্রকাশ করার কোন মঞ্চ পাচ্ছেননা। আমরা তাদের প্রকাশ করার দায় নিয়েছি। এছাড়া ইউনাইটেড নেশন এর ১৯নং মানবাধিকারের অনুচ্ছেদ – অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা প্রত্যেক মানুষের আছে- এই ভাবনা বিশ্বাস করি।
২। আমরা বিশ্বাস করি, সাংস্কৃতিক জগতের সকল মাধ্যমের – ছবি নাটক, গান, সাহিত্য, নাচ ইত্যাদি একটা অন্যটার সাথে কোন না কোন ভাবে যুক্ত, শিল্প সাহিত্য বুঝতে গেলে, তাকে নিয়ে চলতে গেলে একজন মানুষকে সকল বিষয়গুলির সাথে প্রাথমিক পরিচয় রাখা দরকার, দরকার শিল্পী সাহিত্যিকদের একের অন্যকে চেনা। মেলবন্ধন। আমরা এই কাজটা করছি। আর এ বছর থেকে শুরু করছি প্রবীনদের সম্মান জানানো, যাতে নবীনরা তাদের অবদান মাথায় রেখে বাংলার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এই ভাবনাগুলি আমাদের মতন আরো অনেক ছোট গোষ্ঠি যদি করে, তাহলে বাংলার প্রভূত সমৃদ্ধি আসতে পারে। নৈরাশ্যতাকে দূরে রেখে এগুতে পারে। এই উদ্দেশ্যে আমরা আমাদের প্রদর্শনীর গ্যালারীতে কবি আবৃত্তিকার গায়ক, নাচের শিল্পী প্রমুখদের আমন্ত্রণ জানাই এবার সেই অনুষ্ঠা হবে আগামী কাল ১৪ই এপ্রিল, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭।৩০ অব্দি
 সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ ও চায়ে আপ্যায়ন করছি।












---------------------------0----------------------


































১৪ এপ্রিল, শুক্রবার  প্রদর্শনীর গ্যালারীতে (বিড়লা আকাডেমি অব আর্ট অ্যান্ড কালচার, ১০৮ সাউদার্ণ এভিন্যু, কলকাতা) অসম্ভব কিছু ঘটে গেল, এত সুন্দর একটা অনুষ্ঠান বৈচিত্র পূর্ণ, আমার অনেকদিন মনে থাকবে। অংশগ্রহনকারীদের অনেক ধন্যবাদ জানাই। প্রেক্ষাগৃহের চারদেওয়ালের ফ্রেমে নয়, উন্মূক্ত প্রাঙ্গণে, ছবি সজ্জিত দেওয়ালের সামনে। দেবাশীষ ভট্টাচার্যের অসামান্য বাংলার গান,ও পতত্রী গোষ্ঠির  কবিতার কোলাজে বাংলা শুভনববর্ষের আবাহন, এক অনবদ্য অনুভূতিI পঞ্চতপা র তত্বাবধানে তার দুই ছাত্রীর দুটি নৃত্য নিবেদন, কল্যান পালের কবিতা পাঠের স্বকীয়তা। শিল্পসাহিত্য কি, কেন করি, আলোচনা, কিছু নতুন দর্শক অতিথিদের কবিতা ও গান ও পরিশেষে পৃথ্বীরাজ সেন এর বক্তব্য ছবির গ্যালারীকে উজ্জ্বল করে তুলেছিল। ছবিতে প্রত্যেকের বিশেষ মূহুর্তটি , ছবি তুলেছেন অনেকেই তার মধ্যে অর্পিতা মন্ডলের এই ছবিগুলি। আগামী কাল প্রদর্শনীর শেষদিন।












































































































 ১৬ই এপ্রিল, ২৩তম প্রদর্শনী,  'জেব্রা ক্রশিং অব মাইন্ড' শীর্ষক রেইনবো আর্টিষ্টস্ অ্যান্ড রাইটারস্ ফাউন্ডেশনের যে ছবি ও ভাস্কর্যের প্রদর্শনী টি সমাপ্ত হল। প্রদর্শনীটি অনেক নবীন ও প্রবীন শিল্পী ছিলেন, দুরদুরান্তরের শিল্পীরা ছিলেন।বিশিষ্ট মানুষগনের আনাগোনা ছিল। রেইনবো আর্টিষ্টস্ অ্যান্ড রাইটারস্ ফাউন্ডেশন একটি অব্যবসায়িক সাংস্কৃতিক সংগঠন। আমাদের ক্ষুদ্র প্রয়াসে শিল্পী সাহিত্যিকগণের সুবিধা সৃষ্টি ও পরিষেবা দানই আমাদের কাজ। এই সংগঠনের সদস্য বা যারা আমাদের সাহায্য করেছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। চলুন আমারা কিছু করে দেখাই। আগামী দিনগুলিতে। - সেক্রেটারি




No comments: